খুলনায় ডেঙ্গুর কাছে পরাজিত স্কুলছাত্রসহ দুজন

0
358
খুলনায় ডেঙ্গুর কাছে পরাজিত স্কুলছাত্রসহ দুজন
ডেঙ্গুতে আক্রান্ত মারা যায় স্কুলছাত্র মো. মঞ্জুর শেখ। ছবিঃ ইত্তেফাক।

খবর৭১ঃ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনায় মৃত্যু হয়েছে এক স্কুলছাত্র এবং এক নারীর।

আজ রবিবার (৪ আগস্ট) সকালে মহানগরের গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে মঞ্জুর শেখ নামের এক স্কুলছাত্র। সে রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামের বাবুল শেখের ছেলে এবং কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

আর গতকাল শনিবার (৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান মর্জিনা বেগম (৬৫) নামের এক নারী। তিনি খুলনার দীঘলিয়া উপজেলার ব্রম্মগাতি গ্রামের ইসরাইল সরদারের স্ত্রী।

মর্জিনার স্বজনরা জানান, ডেঙ্গু ছাড়াও লিভার রোগে আক্রান্ত ছিলেন মর্জিনা বেগম। লিভারের চিকিৎসার জন্য ঢাকায় গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হন তিনি। পরে সপ্তাহখানেক খুলনায় এসে খুমেকে চিকিৎসা নিচ্ছিলেন। একপর্যায়ে গতকাল শনিবার দিবাগত রাতে মারা যান তিনি।

অন্যদিকে গাজী মেডিক্যাল সূত্র জানায়, আজ রবিবার (৪ আগস্ট) সকালে মঞ্জুর শেখ নামের দশম শ্রেণির এক ছাত্র মারা গেছে হাসপাতালটিতে। সে রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামের বাবুল শেখের ছেলে এবং কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। মনজুর শেখ গত শনিবার রাত ১১টায় ভর্তি হয়েছিল বলে জানিয়েছেন হাসপাতালটির মালিক ডা. গাজী মিজানুর রহমান।

খুলনা স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৬৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কেবল খুলনায় আক্রান্ত হয়েছেন ৯ জন। খুলনা বিভাগের ১০ জেলার হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৫৯ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here