খাশোগি হত্যায় যুবরাজের বিরুদ্ধে মার্কিন সিনেটে প্রস্তাব

0
255

খবর৭১ঃসৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ঘটনায় যুবরাজ মোহাম্মদ বিন সালমান জড়িত উল্লেখ করে মার্কিন সিনেটে একটি প্রস্তাব আনা হয়েছে। এ প্রস্তাবের মাধ্যমে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দল যুবরাজ সালমানকে আনুষ্ঠানিকভাবে দোষী সাব্যস্ত করল।

বুধবার দুই রাজনৈতিক দলের ছয় সিনেট সদস্য এ প্রস্তাবনা আনেন। প্রস্তাবনায় বলা হয়েছে, সাংবাদিক খাশোগি হত্যাকাণ্ডে যুবরাজ বিন সালমানের সম্পৃক্ততা রয়েছে। তার কারণে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ ঝুঁকির মুখে পড়েছে।

সিনেটে প্রস্তাব আনা সদস্যরা হলেন, রিপাবলিকান দলের লিন্ডসে গ্রাহাম, ম্যাক্রো রুবিও ও টোড ইয়ং এবং ডেমোক্র্যাট দলের সদস্য ড্যানি ফেইনস্টেইন, এডওয়ার্ড মার্কি এবং ক্রিস কুন্স।

উল্লেখ্য, গত ২ অক্টোবর তুরস্কে সৌদি কনস্যুলেট ভবন থেকে জামাল খাশোগি নিখোঁজ হন। সৌদি এজেন্টরা সেখানে গিয়ে জামাল খাশোগিকে হত্যা করে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here