খাশোগি হত্যার সূত্রের সন্ধান দিয়েছেন এক সৌদি নাগরিক

0
461

খবর৭১:সাংবাদিক জামাল খাশোগি হত্যার সূত্রের সন্ধান দিয়েছেন কানাডায় নির্বাসনে থাকা আরেক সৌদি নাগরিক ওমর আব্দুল আজিজ। তিনি জানান, খাশোগির ব্যক্তিগত হোয়াটস অ্যাপ মেসেজে রয়েছে তাকে হত্যার সূত্র।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন-এর সাথে খাশোগির কথোপকথনের ৪০০ হোয়াটস অ্যাপ মেসেজ প্রকাশ করে এমন শঙ্কার কথা জানান তিনি।

হোয়াটস অ্যাপ ম্যাসেজে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে পশু এবং প্যাকম্যান বলে উল্লেখ করেছেন খাশোগি।

ধারণা করা হচ্ছে, আব্দুল আজিজের সাথে মিলে মোহাম্মদের বিরুদ্ধে যুব আন্দোলন গড়ে তোলোর চেষ্টা করছিলেন খাশোগি। যার জেরে প্রাণ দিতে হয় তাকে।

আব্দুল আজিজ ও খাশোগির হোয়াটস অ্যাপ হ্যাক করা হয়েছিলো বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হোয়াটস অ্যাপ হ্যাকিং সফটওয়ার প্রস্তুতকারী ইসরায়েলি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলারও প্রস্তুতি নিচ্ছেন আব্দুল আজিজ।

খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here