খালেদা জিয়া অসুস্থ, পরবর্তী শুনানি ২২ এপ্রিল

0
466

খবর ৭১: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ থাকায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার যুক্তিতর্ক উপস্থাপনের শুনানিতে আজও কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি।

আজ বৃহস্পতিবার রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামানের আদালতে শুনানির দিন ধার্য ছিল।
দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল শুনানিতে বলেন, খালেদা জিয়া বাতের ব্যথায় ভুগছেন। মেডিকেল বোর্ড তাকে সুস্থ ঘোষণা করেছেন। কিন্তু পুরাতন বাত ব্যথা তার রয়েছে। তিনি কোন ওষুধ খাচ্ছেন না। তিনি তার ব্যক্তিগত চিকিৎসক ছাড়া কোন ওষুধ খাবেন না।
আদালতে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া তার জামিন বাড়ানোর আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য ২২ এপ্রিল দিন ধার্য করেছে।
২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা করা হয়। এ ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে এ মামলা করে দুদক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here