খালেদা জিয়ার শারীরিক সমস্যা চিহ্নিত করেছেন চিকিৎসকরা

0
297

খবর৭১ঃবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাত, ডায়াবেটিস ও কোমর ব্যথাসহ কিছু সমস্যা রয়েছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।

সোমবার দুপুরে খালেদা জিয়াকে দেখে এসে ব্রিফিংয়ে এ তথ্য জানায় মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ডের প্রধান ডা. আবদুল জলিলসহ চার চিকিৎসক এবং বঙ্গবন্ধু মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার আবদুল্লাহ হারুন মেডিকেলের ৬১১ নম্বর কেবিনে গিয়ে খালেদা জিয়াকে দেখে আসেন।

ব্রিফিংয়ে মেডিকেল বোর্ড জানায়, খালেদা জিয়ার কিছু স্বাস্থ্যগত সমস্যা আছে। এর বেশিরভাগই তাঁর বহু আগে থেকেই ছিল। তারা কিছু পরীক্ষা নিরীক্ষা দিয়েছেন। রিপোর্ট পেলে চিকিৎসা দেওয়া হবে।

অধ্যাপক ডা. মো. আব্দুল জলিল চৌধুরী জানান, খালেদা জিয়া রিউমাটয়েড আর্থ্রাইটিস (গিটে গিটে ব্যাথা বা বাত) রোগে আক্রান্ত। ওনার হাত বাঁকা হয়ে গেছে, হাত তুলতে পারছেন না।

গতকাল রোববার খালেদা জিয়ার সঙ্গে মেডিকেল বোর্ডের দেখা করার কথা থাকলেও সেটি হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের নেতৃত্বে ৪ সদস্যের আইনজীবী টিম গতকাল বিএসএমএমইউতে যান। তাঁরা বিএসএমএমইউ পরিচালকের সঙ্গে বৈঠক করেন। হাইকোর্টের দেওয়া নির্দেশনা মোতাবেক খালেদা জিয়ার চিকিৎসা দেওয়ার অনুরোধ করেন আইনজীবী টিম।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছর দণ্ডিত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ৮ এপ্রিল থেকে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে বন্দি। বিএনপি নেতারা খালেদা জিয়া অসুস্থ জানিয়ে তারা চিকিৎসার দাবি করে আসছে বহু দিন ধরে। পরিপ্রেক্ষিতে গত শনিবার বিএনপির এ শীর্ষ নেতাকে বঙ্গবন্ধু মেডিকেলে আনা হয়।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here