খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দুইদিনের দোয়া মাহফিল

0
392

খবর ৭১ঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দুইদিনের দোয়া মাহফিল কর্মসূচি হাতে নিয়েছে দলটি।

সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কি ধরনের চিকিৎসা হয়, তাও পর্যবেক্ষণ করবে বিএনপি। নইলে রাজপথের নতুন কর্মসূচি দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান ও নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

পরে স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া সিদ্ধান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

এতে বলা হয়, বিএনপি চেয়ারপারসনের আশু রোগমুক্তি কামনায় মঙ্গলবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বাদ আসর বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়া বুধবার দেশব্যাপী দলীয় কার্যালয়ে স্থানীয় সুবিধানুযায়ী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ঢাকাসহ সারাদেশের দলের নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here