খালেদা জিয়ার রায় ঘিরে সংঘর্ষের ঘটনায় ৫ মামলা

0
297

খবর ৭১: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়ের দিন গুলশানের বাসা থেকে আদালত পর্যন্ত যাবার পথে বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় ৫টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে শাহবাগ থানায় ২টি ও রমনা থানায় ৩টি মামলা নথিভুক্ত হয়েছে।

পৃথক থানায় দায়ের করা এসব মামলায় ৩৬৮ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। দলটির কেন্দ্রীয় নেতাদের নামও রয়েছে মামলায়। এছাড়া অজ্ঞাতনামা আরও অনেককেই মামলার আসামি করা হয়েছে।

রমনা ও শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, সরকারি কাজে বাধা, মারধর, অগ্নিসংযোগের অভিযোগে পুলিশ বাদী হয়ে এসব মামলা দায়ের করেছে।

রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম জাগো নিউজকে জানান, থানায় তিনটি মামলা হয়েছে। এতে ১৬০ জন এজাহারভুক্ত আসামি রয়েছে। তাদের মধ্যে ১৮ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শাহবাগ থানার ওসি তদন্ত জাফর আলী বিশ্বাস জানান, একটি মামলায় ১০০ জন, অপর মামলায় ১০৮ জনকে আসামি করা হয়েছে। সরকারি কাজে বাধা, মারধর, অগ্নিসংযোগের অভিযোগে এসব মামলা হয়েছে। তবে কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা তা জানাননি তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here