খালেদা জিয়ার মামলায় রায় প্রত্যাখ্যান করেছে বিএনপি

0
261

খবর ৭১: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায় প্রত্যাখ্যান করেছে বিএনপি। একই সঙ্গে রায়ের প্রতিবাদে আগামীকাল জেলা শহর ও মহানগগুলোতে প্রতিবাদ সমাবেশের কর্মসূচি দিয়েছে দলটি। কর্মসূচি পালনে জাতীয় ঐক্যফ্রন্টসহ বিএনপির সকল অঙ্গ সংগঠন গুলোকে অংশগ্রহনের আহ্বান জানিয়েছে।

সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

তিনি বলেন, এটা ন্যায় বিচার নয় সম্পূর্ন ফরমায়েশি রায়। সরকার প্রধান ও মন্ত্রীরা রায়ের আগে যেসব মন্তব্য করেছেন তার প্রতিফলনের রায়। উদ্দেশ্য খারেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসায় ও রাজনীতি থেকে দূরে রাখা এবং নির্বাচন থেকে দূরে রাখতে ষড়যন্ত্রের অংশ হিসেবে এই রায় দেওয়া হয়েছে।

ফখরুল বলেন, হাসপাতালে থাকা অবস্থায় রায় দেওয়া আইন বিরোধী।

উল্লেখ্য জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার আট মাসের মাথায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here