খালেদা জিয়ার বিরুদ্ধে রায় রাজনৈতিক : এনপিপি

0
317

খবর ৭১ঃ ২০ দলীয় জোটের শরীক দল ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী, ২০ দলীয় জোটের নেতা, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। ন্যায় বিচার পেলে আজকের ইতিহাস ভিন্ন হতো।

শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায় রাজনৈতিক প্রতিহিংসা। পূর্বেই দেশবাসী আশংকা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার হতে বঞ্চিত হবেন। সেই আশংকা সত্য প্রমাণিত হলো। উচ্চ আদালতে ন্যায় বিচার পাবেন গণতন্ত্রের আপোষহীন সংগ্রামী নেত্রী বেগম খালেদা জিয়া।

তারা বলেন, দেশের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে যেভাবে ছিলেন আগামীতেও সেইভাবে থাকবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

নেতৃদ্বয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ন্যায় বিচার থেকে বঞ্চিত হবার প্রতিবাদে বিএনপি ঘোষিত সকল কর্মসূচীর প্রতি একাত্মতা ঘোষনা করেন।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here