খালেদা জিয়ার জেল নিয়ে আন্তর্জাতিক চাপ নেই’

0
289

খবর৭১: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ড নিয়ে আন্তর্জাতিক মহলের কোনও চাপ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার গণভবনে পূর্ব নির্ধারিত প্রেসব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন,‘ খালেদা জিয়ার সাজা নিয়ে আন্তর্জাতিক অঙ্গন থেকে কেউ ফোন করেননি, জানতেও চাননি।’

খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘এতিমের টাকা মেরে খেলে আদালতও শাস্তি দেয়, আল্লাহর তরফ থেকেও দেওয়া হয়। আমাদের তো কিছু করে নাই। রায়টা তো আমি দেইনি, রায়টা দিয়েছে কোর্ট। মামলাটা করেছে ফখরুদ্দীন-মইনুদ্দীন সরকার। ফখরুদ্দীনকে গভর্নর করেছিল। নয়জনকে ডিঙ্গিয়ে মইন উ আহমেদকে সেনাপ্রধান করেছিল। আর ইয়াজউদ্দীন তো তাদের ছিলই। মামলাটা তারা দিয়েছে। এই মামলাটা ১০ বছর চলেছে। এই মামলায় তিন বার জজ পরিবর্তন হয়েছে, সময় চেয়েছে ১০৯ বার। বহু টালবাহানা আপনারা দেখেছেন। ২৬১ দিনের মতো তারিখ পড়ল। আপিল বিভাগে ২২ বার রিট করা হয়েছিল। এত কিছুর পর তিনি মাত্র ৪৩ দিন কোর্টে হাজির হয়েছিলেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য সমাপ্ত ইতালি ও ভ্যাটিকান সিটি সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here