খালেদা জিয়ার জামিন আদেশের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ

0
303

খবর ৭১: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া চার মাসের অন্তবর্তীকালীন জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ইতোমধ্যে আপিলের কার্যক্রম শুরু করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (১২ মার্চ) সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

এসময় মাহবুবে আলম বলেন, ‘আমরা আপিল ফাইলের কাজ শুরু করেছি। আশা করছি আগামীকাল আমরা জামিনের বিরুদ্ধে আপিলে যাব।’

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘আমরা জামিনের আদেশ সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপক্ষ থেকে হাইকোর্টে আবেদন করেছিলাম। এসময় আপিলের প্রস্তুতি নিতে পারতাম। কিন্তু আদালত আমাদের আবেদন মঞ্জুর করেননি।’

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগারে আটক বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১২ মার্চ) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, দুদকের পক্ষে খুরশিদ আলম খান এবং খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন করেছেন জয়নুল আবেদীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here