খালেদা জিয়ার ইস্যু রাজনৈতিক মীমাংসা প্রয়োজন: দুদু

0
289

খবর৭১: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক বিবেচনায় সাজা দেয়া হয়েছে মন্তব্য করে দলটির ভাইস-চেয়ারম্যান ও কৃষকদলের সাধারণ সম্পাদক শামুজ্জামান দুদু বলেছেন, ‘যতই দুর্নীতির কথা বলা হোক না কেন, আসলে আমাদের নেত্রীকে জেলে নেয়া হয়েছে রাজনৈতিক বিবেচনায়। সুতরাং দেশনেত্রী খালেদা জিয়ার প্রসঙ্গটি নিয়ে রাজনৈতিক মীমাংসা প্রয়োজন।’

কেন্দ্রীয় কারাগার কেরাণীগঞ্জ থেকে সদ্য কারামুক্ত হয়ে শুক্রবার (৬ এপ্রিল) নিজ জেলা চুয়াডাঙ্গা গেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। এসময় তিনি এসব কথা বলেন।

দেশ এক ক্রান্তিকাল সময় অতিক্রম করছে দাবি করে শামসুজ্জামান দুদু বলেন, ‘একটি ভাল নির্বাচন ছাড়া বর্তমান সংকট থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই। বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে বিএনপিকে ধ্বংস করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে এটা কোনো মীমাংসা যোগ্য চিন্তা হতে পারে না। বাংলাদেশে বর্তমান সংকটে যদি একটি ভাল নির্বাচন হয় সেই নির্বাচনে যদি জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে তবেই কেবল মাত্র জনগণ মুক্তি পাবে।’

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘দুর্নীতি, স্বজনপ্রীতি, অব্যবস্থাপনা বাংলাদেশকে ধ্বংসের দ্বাড়প্রান্তে নিয়ে গেছে। এখানে কোনো আইনের শাসন, জনগণের জানমালের নিরাপত্তা, সত্যের স্থান নেই। এটা থেকে বেরিয়ে আসতে হলে সকলের অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার। সেই নির্বাচনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে রাজনৈতিক মিমাংসা প্রয়োজন।’

সদ্য কারামুক্ত এই নেতা বলেন, ‘বাংলাদেশ একটা যুদ্ধ করা জাতি। যে দেশে ৩০ লক্ষ লোক প্রাণ দিয়েছে গণতন্ত্র ও স্বাধীনতার জন্য, অধিকার পুন:প্রতিষ্ঠার জন্য, সেই দেশের মানুষকে গণতন্ত্রের জন্য জেল খাটতে হবে আমার মনে হয় যারা স্বাধীনতা যুদ্ধে রক্ত দিয়েছেন তারা কেউ ভাবতে পারেনি। যারা ৭১’র রণাঙ্গনে যুদ্ধ করে জীবন দিয়েছেন আমার মনে হয় তারা কখনও এ বিষয়টি ভাবতে পারেনি। সরকারের প্রতি আমার অনুরোধ, শান্তিপূর্ণ অবস্থানে থেকে সরকার এবং বিরোধী দল মিলে কি করে আগামী দিনে একটি ফয়সালামুলক দিকে আগাতে পারি সে ভাবনাটা সরকারের ভাবা উচিত।’

এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ওয়াহিদুজ্জামান ভোলা, জেলা বিএনপি নেতা আবু জাফর মন্টু, অ্যাডভোকেট শামিম, ছাত্রদল নেতা শহিদুল ইসলাম প্রমুখ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here