খালেদা জিয়ার আপিলের শুনানির দিন ধার্যের আদেশ সোমবার

0
258
খবর৭১:  জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আপিল শুনানির দিন ধার্যের জন্য হাইকোর্টে আবেদন জানিয়েছে দুদক। ওই আবেদনের প্রেক্ষিতে সোমবার আপিল শুনানির দিন ধার্য করে আদেশ দিবে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর আগে শুনানির দিন ধার্যের জন্য আবেদন জানান দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান।
তিনি বলেন, আপিল বিভাগের নির্দেশনা আছে নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল নিষ্পত্তি করার। এই আপিল ছাড়াও আরও দুটি আপিল রয়েছে। এ পর্যায়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী খালেদা জিয়ার আপিল শুনানি করতে বাধ্য। যেহতুে আপিলের নম্বর উল্লেখ করে নিষ্পত্তির নির্দেশনা রয়েছে। তবে দুদকের মামলা শুনানির এখতিয়ার না থাকায় অন্য দুটি আপিল শুনতে পারব না। এরপরই হাইকোর্ট শুনানির দিন ধার্যের জন্য আপিলটি কালকের কার্যতালিকায় রাখার আদেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here