খালেদার মামলা: ড. কামালের সঙ্গে ফখরুলদের রুদ্ধদ্বার বৈঠক

0
261

খবর৭১: দুর্নীতি মামলায় কারাবন্দি বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়ে আইনি পরামর্শ করতে সংবিধানের অন্যতম প্রণেতা ও সিনিয়র আইনজীবী ড. কামাল হোসেনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে খালেদা জিয়ার বেশ কজন আইনজীবীও ছিলেন।

মঙ্গলবার বেলা ১১টা থেকে এক ঘণ্টা মতিঝিলের টয়োটা টাওয়ারে ড. কামালের ল চেম্বারে এ বৈঠক হয়।

আইনি নানা বিষয়ে কথাবার্তার পর খালেদা জিয়ার মামলার নথিপত্র ড. কামাল রেখে দিয়েছেন বলে জানান খালেদা জিয়ার একজন আইনজীবী আমিনুল ইসলাম। তিনি জানান, খালেদা জিয়ার প্রতি তার সহানুভূতি থাকবে বলেও জানিয়েছেন ড. কামাল)।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে অন্যান্যের মধ্যে আরও ছিলেন ব্যারিস্টার আবদুর রেজাক খান, আমিনুল ইসলাম।

খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলাম বলেন, ‘মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে আমরা ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আমরা আইনি বিষয়ে তার সঙ্গে পরামর্শ করেছি। তিনি একটি ফাইল দেখবেন বলে রেখে দিয়েছেন। তিনি অনেক সহানুভূতি দেখিয়েছেন। বলেছেন, এসব মামলায় অহরহ জামিন হয় উচ্চ আদালতে। কিন্তু খালেদা জিয়ার হয়নি।’

ড. কামাল শুনানিতে থাকবেন কি না জানতে চাইলে ফখরুল বলেন, ‘শুনানি তো এখন আর নেই। নথি এলে আদালত আদেশ দিবেন। তিনি (ড. কামাল) মামলার নথিপত্র রেখেছেন।’

গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ‘বিএনপির মহাসচিবসহ কয়েকজন গিয়েছিলাম স্যারের কাছে (ড. কামাল)। তিনি এখন ক্রিমিনাল কেস করেন না বলে জানিয়েছেন। তবে খালেদা জিয়ার প্রতি তার সিমপ্যাথি (সহানুভূতি) থাকবে।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হয়। এরপর থেকে তিনি পুরান ঢাকার পরিত্যাক্ত কেন্দ্রীয় কারাগারে আছেন। গত রবিবার হাইকোর্টে তার জামিন শুনানি ছিল, কিন্তু জামিন মঞ্জুর হয়নি।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here