খালেদার ‘মাইন্ড স্ট্রোক’ কারা কর্তৃপক্ষের অজানা: স্বরাষ্ট্রমন্ত্রী

0
492

খবর৭১: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘খালেদা জিয়ার পড়ে যাওয়ার বিষয়ে কারা কর্তৃপক্ষ অবগত নয়। তার ‘মাইন্ড স্ট্রোকের’ বিষয়টিও তারা জানেন না।’ পরীক্ষা-নিরীক্ষার পর রিপোর্ট পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

শনিবার (৯ জুন) সন্ধ্যায় কারা অধিদফতর আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা তাঁর উন্নত চিকিৎসার জন্য তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তির কথা বলেছেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে তো পিজি হাসপাতাল অনেক বড়। এখানেও কিন্তু তাঁর সব ধরনের চিকিৎসাই সম্ভব। তবুও খালেদা জিয়াককে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করা হবে। রিপোর্ট পাবার পর পরবর্তী পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।’

এর আগে শনিবার বিকেলে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার সঙ্গে তাঁর ব্যক্তিগত চারজন চিকিৎসক সাক্ষাত করে বেরিয়ে আসার সময় উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘মাইল্ড স্ট্রোক’ হয়েছে। গত মঙ্গলবার খালেদা জিয়া হঠাৎ পড়ে গিয়েছিলেন। এতে তাঁর একটি ‘মাইন্ড স্ট্রোক’ হওয়ায় তিনি ওই সময়টার কথা কিছু মনে করতে পারছেন না।

এসময় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক এফ এম সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে চার পৃষ্ঠার একটি সুপারিশমালা আমরা কারা কর্তৃপক্ষকে দিয়েছি। বেগম জিয়ার কথায় এখন কিছুটা জড়তা আছে, তবে কমিউনিকেশন করতে পারছেন।’

এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, ‘খালেদা জিয়া গত মঙ্গলবার দাঁড়িয়ে থাকা অবস্থায় মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। তিন সপ্তাহ ধরে তিনি ভীষণ জ্বরে ভুগছেন।’

তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, চিকিৎসকদের পরামর্শ মোতাবেক কারাগারে খালেদা জিয়াকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি সুস্থ আছেন। যদিও ক্ষমতাসীনদের এমন দাবি বরাবরই ‘মিথ্যা-বানোয়াট’ বলে আসছে বিএনপি নেতারা।

এর আগে গত ১ এপ্রিল খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য গঠিত বিশেষ মেডিকেল বোর্ড কারাগারে গিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করে। সবমেশ গত ৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষে ওইদিনই তাকে কারাগারে ফিরিয়ে নেয়া হয়।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here