খালেদার বৃটিশ আইনজীবীকে আসতে দিচ্ছে না সরকার : বিএনপি

0
324

খবর ৭১ঃ দুর্নীতির মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার লিগ্যাল টিমের পরামর্শক বৃটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে সরকার বাংলাদেশে আসতে দিচ্ছে না অভিযোগ করেছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন।
জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার ৫ বছরের সাজা হয়। তিনি এখন পুরোনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। পরে বৃটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে খালেদা জিয়ার মামলার লিগ্যাল টিমের পরামর্শ নিয়োগ দেয় বিএনপি।
রিজভী বলেন,‘খালেদা জিয়ার লিগ্যাল টিমের নতুন সদস্য বৃটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে বাংলাদেশে আসতে বাধা দেওয়া হয়েছে। আজ ৮ মের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানিতে দেশনেত্রীর ডিফেন্স টিমের অংশগ্রহণ করার কথা ছিল তার। এ জন্য তিনি গত কয়েক সপ্তাহ আগে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ভিসার জন্য আবেদন করেছিলেন। কিন্তু তাকে হাইকমিশন ‘হ্যাঁ-ও’ বলেনি, ‘না-ও’ বলেনি। এটাতে স্পষ্ট যে সরকার প্রত্যক্ষভাবে বেআইনিভাবে লর্ড কার্লাইলকে বাংলাদেশে ঢুকতে বাধা দিচ্ছে। খালেদা জিয়ার যে শক্তিশালী লিগ্যাল টিম আছে, তা যাতে আরও শক্তিশালী না হয় সেটাকে বাধাগ্রস্থ করতেই তাকে বেআইনিভাবে ভিসা দেওয়া হয়নি বলে আমরা মনে করি।’
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’য় দেওয়া লর্ড কার্লাইলের সাক্ষাৎকারের বক্তব্য তুলে ধরে রিজভী বলেন, ‘আজকে লর্ড কার্লাইলকে ভিসা দেওয়া হলো না। অথচ ১/১১-এর সময়ে আজকের প্রধানমন্ত্রী যখন জেলে ছিলেন, তখন তিনি কানাডার একজন আইনজীবী প্রফেসর প্যায়াম একাদাম ও বৃটেনের একজন আইনজীবী চেরী বেয়ারকে নিয়োগ দিয়ে বাংলাদেশে নিয়ে এসেছিলেন। তারা সাংবাদিক সম্মেলনে বক্তব্য রেখেছিলেন। এই যে বর্তমান সরকারের দ্বিচারিতা, এটা এই সরকারের প্রধান বৈশিষ্ট্য। আমরা বারবার বলে এসেছি, প্রধানমন্ত্রীর প্রতিহিংসার বশবর্তী হয়ে দেশনেত্রীর বিরুদ্ধে এই মামলা করা হয়েছে এবং তাকে সাজা দেওয়া হয়েছে।’
রিজভী বলেন,‘লর্ড কার্লাইল সম্প্রতি আলজাজিরা টেলিভিশনে যে সাক্ষাৎকার দিয়েছেন তাতে তার বক্তব্যে এটা স্পষ্ট হয়েছে। কারণ বৃটিশ এই আইনজীবী বলেছেন যে, মামলার ডকুমেন্ট পর্যালোচনা করে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের নিম্ন আদালত যে অভিযোগে সোপর্দ করা হয়েছে,সে বিষয়ে তাকে অভিযুক্ত করার কিছু নেই। সাজা দেওয়া দূরে থাক।’
সুপ্রিম কোর্টের আপীল বিভাগে খালেদা জিয়ার জামিনে ন্যায় বিচার পাবেন বলে আশা প্রকাশ করে রুহুল কবির রিজভী বলেন, ‘সর্বোচ্চ আদালতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিনের শুনানি চলছে। আমরা আশা করব, বিচার বিভাগ সাংবিধানিকভাবে সম্পূর্ণ স্বাধীন। সেখান থেকে আমরা ন্যায় বিচার পাব।’
সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, খনকার মাশুকুর রহমান, তাইফুল ইসলাম টিপু ও বেলাল আহমেদ।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here