খালেদার জিয়ার কেবিনে মেডিক্যাল বোর্ড, সঙ্গে ব্যক্তিগত চিকিৎসক

0
370

খবর৭১:চিকিৎসার ব্যাপারে কথা বলতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কেবিনে গেছে মেডিক্যাল বোর্ডের সদস্যরা। তাদের সঙ্গে রয়েছেন খালেদার ব্যক্তিগত চিকিৎসকও।

জানা গেছে, আজ রবিবার বেলা ১১টা ৩০ মিনিটে খালেদার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান বিএসএমএমইউর মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল জলিল চৌধুরীর নেতৃত্বে পাঁচজন খালেদা জিয়ার কেবিনে যান। এ সময় তাদের সঙ্গে খালেদার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন রহমান ও বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুনকেও দেখা যায়।

এ ব্যাপারে মেডিক্যাল বোর্ডের প্রধান ডা. আব্দুল জলিল চৌধুরী গণমাধ্যমকে বলেন, আমরা তার স্বাস্থ্যের ব্যাপারে পুরোপুরি আলাপ করব। কোনো পরীক্ষা লাগলে সেটি পরে জানানো হবে।

মেডিক্যাল বোর্ডের অন্য সদস্যরা হলেন ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. বদরুন্নেসা আহমেদ, রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জী, অর্থোপেডিক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. নকুল কুমার দত্ত।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here