খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে

0
568

খবর ৭১: পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ডাকে খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে। জেলার মহালছড়ি থেকে অপহৃত কাঠ ব্যবসায়ীসহ তিন যুবককে উদ্ধারের দাবিতে এ হরতাল ডাকা হয়।

সোমবার (২৩ এপ্রিল) শুরু হওয়া এ হরতাল চলবে সন্ধ্যা পর্যন্ত। সকাল থেকে জেলার বিভিন্ন এলকায় পিকেটিং করার খবর পাওয়া গেছে। শহরের গুরুত্বপূর্ণ স্থান থেকে কয়েক দফায় মিছিল করেছে হরতাল আহ্বানকারীরা। এদিকে অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

হরতালের কারণে খাগড়াছড়ির সঙ্গে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ সড়কেও যান চলাচল বন্ধ রয়েছে। খোলেনি দোকানপাট। রাতে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসগুলোকে সকালে পুলিশ প্রহরায় খাগড়াছড়ি শহরে প্রবেশ করানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল খাগড়াছড়ির মহালছড়ির মাইসছড়ি এলাকায় কাঠ কিনতে যাওয়ার পর থেকে তিন যুবক নিখোঁজ হন। এ ঘটনায় মাটিরাঙ্গা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here