খাগড়াছড়িতে ভোটারদের দীর্ঘলাইন

0
339

খবর ৭১ঃ দ্বিতীয় দফায় সোমবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে খাগড়াছড়ির আট উপজেলার মোট ১৭৫টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। তবে জেলার শহরের তুলনায় প্রত্যন্ত এলাকার কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো।এবার খাগড়াছড়ির আওয়ামী লীগ, পাহাড়ি আঞ্চলিক সংগঠনের সদস্যসহ আট উপজেলায় মোট ৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ২১, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২৮ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৯ জন। তবে খাগড়াছড়ি সদর ও মানিকছড়িতে প্রার্থী না থাকায় আওয়ামী লীগের দুই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।১৫৭টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রত্যেকটি উপজেলায় দুই প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে। এরমধ্যে লক্ষ্মীছড়ি, দীঘিনালা ও পানছড়ি উপজেলাকে অধিক গুরুত্ব দিয়ে সেখানে অতিরিক্ত আরো এক প্লাটুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে।এছাড়াও পুলিশ-আনসারের পাশাপাশি মাঠে রয়েছে সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও বিজিবি।তিনটি দূর্গম কেন্দ্রে ব্যবহৃত হচ্ছে হেলিকপ্টার।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম জানান, স্বতস্ফূর্তভাবে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে তিনি প্রত্যাশা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here