কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে এক হাজার পরিবারের ঘরবাড়ি বিধ্বস্ত

0
273

খবর৭১ঃ দাকোপ উপজেলায় মাত্র কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে প্রায় এক হাজার পরিবারের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সেই সঙ্গে ভেঙে ও উপড়ে গেছে অসংখ্য গাছপালা। এতে স্থানীয় কৃষকদেরও অনেক ক্ষতি হয়েছে।

এ সময় বজ্রপাতসহ ঘরচাপা পড়ে আহত হয়েছেন প্রায় ১৭ জন। তাদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উত্তর-পশ্চিম দিক থেকে প্রচণ্ড গতির এ ঘূর্ণিঝড় এলাকায় আঘাত হানে। মাত্র কয়েক মিনিটের মধ্যে লন্ডভণ্ড করে দেয় ঘরবাড়ি ও গাছপালা।

ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে উপজেলার সুতারখালী ইউনিয়নের গুনারী, কালীবাড়ি, মডেল গ্রাম, কালাবগি ও তিলডাঙ্গা ইউনিয়নের কামনিবাসীয়া। এছাড়া বাজুয়া ও কৈলাশগঞ্জ ইউনিয়নের তরমুজ ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here