ক্রিসমাস ডে উপলক্ষ্যে আজ দুপুরে বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তিবর্গের সংবর্ধনার আয়োজন করছেন রাষ্ট্রপতি

0
285

খবর৭১:ক্রিসমাস ডে) উপলক্ষ্যে আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তিবর্গের জন্য এক সংবর্ধনার আয়োজন করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং তাঁর সহধর্মিনী রাশিদা খানম।

জানা গেছে, আজ দুপুর ১২টায় এ সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবে।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের খ্রিস্টান সম্প্রদায় তথা দেশবাসিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখবেন।
এছাড়া অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তিদের সাথে নিয়ে একটি ‘ক্রিসমাস কেক’ কাটবেন রাষ্ট্রপতি।
এ ব্যাপারে বঙ্গভবনের একজন মুখপাত্র জানান, বাংলাদেশের কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও, বিভিন্ন বিদেশী কূটনৈতিক মিশনে দায়িত্বরত রাষ্ট্রদূত ও প্রতিনিধিবৃন্দ, খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ ও পেশাজীবীরা এই সংবর্ধনায় যোগ দিবেন।

মুখপাত্র বলেন, এছাড়াও রাষ্ট্রপতি বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টান ধর্মযাজকবৃন্দ এবং দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ তথা জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here