ক্রিকেটার মাশরাফিকে মন্ত্রী চায় লোহাগড়াবাসী শিক্ষক শিক্ষার্থীসহ পাঁচ হাজার মানুষের স্বতস্ফুর্ত মানববন্ধন

0
226

এসকে,এমডি ইকবাল হাসান লোহাগড়া(নড়াইল)প্রতিনিধিঃ
নড়াইল-২ আসনের নির্বাচিত এমপি ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজাকে মন্ত্রীত্বের দাবিতে মানববন্ধনের মাধ্যমে রাস্তায় নেমেছে লোহাগড়ার হাজার হাজার মানুষ। রবিবার(৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী,শিক্ষকসহ প্রায় পাঁচ হাজার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতস্ফুর্তভাবে মানববন্ধনে অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৩০ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে মাশরাফি ২লাখ ৭১হাজার ২১০ ভোট পেয়ে এমপি নির্বাচিত হন। এমপি নির্বাচিত হবার পর থেকেই নড়াইল ও লোহাগড়ার সর্বস্তরের মানুষ অবহেলিত নড়াইলের উন্নয়নে মাশরাফিকে মন্ত্রীত্বের আসনে দেখতে উদগ্রীব হয়ে ওঠে।
লোহাগড়ার সর্বস্তরের জনগনের আয়োজনে রবিবার লক্ষীপাশা-নড়াইল সড়কের উপজেলা পরিষদ গেটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা শিক্ষক সমিতির সভাপতি ফকির অহিদুজ্জামান। এসময় বক্তব্য রাখেন লক্ষীপাশা আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ তরফদার কামরুল ইসলাম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস,এম হায়াতুজ্জামান, লোহাগড়া লক্ষীপাশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে,এম রেজাউল ইসলাম, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হাসানুজ্জামান, শিক্ষক কল্পনা খানম, সৈয়দ খায়রুল আলম প্রমুখ। বক্তারা অবহেলিত নড়াইলের উন্নয়নে দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট মাশরাফিকে মন্ত্রীত্বের আসনে বসানোর দাবি জানান।

খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here