ক্রিকেটারদের জন্য মিরপুরে বিশেষ দোয়া সোমবার

0
297

খবর৭১ঃ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ বুলেটবৃষ্টির ছোবল থেকে বেঁচে আসা বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বিশেষ দোয়া আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (১৭ মার্চ) দুপুর ২টায় শের-ই-বাংলা স্টেডিয়ামে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতে এ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ক্রিকেটার ও বিসিবি কর্মকর্তারা।

গেল শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে বন্দুকধারীর হামলা থেকে অল্পের জন্য বেঁচে যায় টাইগার ক্রিকেটাররা। আতঙ্ক আর ভীতি নিয়ে শনিবার রাতেই দেশে ফিরে মাহমুদউল্লাহ বাহিনী।

যে মসজিদটিতে জুমার নামাজ আদায় করতে যাচ্ছিলেন তামিম-মুশফিকরা সেটি হ্যাগলি ওভাল স্টেডিয়াম থেকে অদূরেই। তারা সেখানে পৌঁছুনোর মাত্র মিনিট পাঁচেক আগেই হামলার ঘটনা ঘটে।

এ খবর শোনামাত্রই তারা দ্রুত বাগানের ভেতর দিয়ে দৌড়ে হোটেলে চলে আসেন। রাতভর দুঃশ্চিন্তা আর ভয় নিয়ে কাটিয়ে সকালেই দেশের বিমান ধরেন স্টিভ রোডসের শিষ্যরা। শুধুমাত্র ভাগ্যের সহায়তায় হতাহতের তালিকায় নাম উঠেছে বাংলাদেশের ক্রিকেটারদের।

হামলায় ৪ প্রবাসী বাংলাদেশিসহ ৫০ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও অন্তত অর্ধশতাধিক মুসল্লি।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here