ক্রাইস্টচার্চ হামলা: ইসলাম গ্রহণ করলেন নিউজিল্যান্ডের রাগবি খেলোয়াড়

0
351

খবর ৭১ঃ ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন প্রার্থনারত ৫০ জন মুসল্লি। এই ঘটনায় শোকে কাতর হয়ে পড়ে পুরো বিশ্ব। এমন ভয়াবহ নির্মমতা ছোঁয়নি, এমন মানুষ খুঁজে মেলা কঠিন। নৃশংস এই ঘটনা ছুঁয়ে গেছে নিউজিল্যান্ডের রাগবি খেলোয়াড় ওফা তুঙ্গাফাসিকেও। শুধু ছুঁয়ে যাওয়াই নয়, ইসলাম ধর্মের প্রতি আকৃষ্টও হয়ে পড়েন তিনি। তাই দেরি না করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তুঙ্গাফাসি।

ইসলাম সম্পর্কে জানার আগ্রহ আগে থেকেই ছিল তুঙ্গাফাসির। ক্রাইস্টচার্চ হামলার ঘটনায় সেই আগ্রহ আরও বেড়ে যায় তার। এই হামলায় আহতদের দেখতে হাসপাতালে গিয়ে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন তুঙ্গাফাসি। ধর্মান্তরিত হতে সময় নেননি তিনি, ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছেন তিনি। ইংলিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবর, শুধু তুঙ্গাফাসিই নন; এদিন তার সতীর্থ সনি বিল উইলিয়ামসের মা লি উইলিয়ামসও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

ইসলাম ধর্ম গ্রহণ করে দারুণ উচ্ছ্বসিত তু্ঙ্গাফাসি। কিউই এই রাগবি খেলোয়াড় বলেছেন, ‘আহত মুসলিম ভাইদের হাসপাতালে দেখার অভিজ্ঞতা অন্যরকম ছিল। আমি তাদের থেকে অনুপ্রাণিত হয়েছি। আমি মোহাম্মদ (সা.) ও আল্লাহকে বিশ্বাস করেছি।’

তুঙ্গাফাসির ইসলাম ধর্ম গ্রহণের খবরে অন্যান্য ইসলাম ধর্মাবলম্বীরা তাকে অভিনন্দন জানাচ্ছেন। জিম্বাবুয়ে ভিত্তিক মসজিদের ইমাম সাজিদ ওমর টুইট করে লিখেছেন, ‘দারুণ খবর। আমাদের ভাই সনি বিল উইলিয়ামসের মা ও তার বন্ধু ইসলাম গ্রহণ করেছেন। সমস্ত প্রশংসা এক আল্লাহর জন্য। তিনিই সবচেয়ে দয়ালু। দূরে থাকলেও সত্যিই আমি আমার ভাইয়ের জন্য সন্তুষ্ট। আল্লাহ তাকে সম্মানিত করেছেন।’

ব্রিটিশ জাজ কণ্ঠশিল্পী জন ফন্টেইনও উচ্ছ্বাস প্রকাশ করে টুইট করেছেন। তিনি লিখেছেন, ‘আল্লাহু আকবর, সনি বিল উইলিয়ামসের মা ও তার সবচেয়ে কাছের বন্ধু ওফা তুঙ্গাফাসি আজ ইসলাম গ্রহণ করেছে। আল্লাহ তাদের জন্য এটিকে সহজ করে দিন এবং জান্নাতুল ফিরদাউস দান করুন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here