ক্যারিবীয়দের রেকর্ড ব্যাবধানে হারালো ভারত

0
203

খবর ৭১: আড়াই দিনেই প্রথম টেস্ট জিতে নিলো ভারত। আজ রাজকোটে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ২৭২ রানে হারায় টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দলটি। প্রথম ইনিংসে ভারত করেছিল ৬৪৯ রান। জবাবে ব্যাটহাতে নেমে ১৮১ রানেই সবকয়টি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের অধিনায়ক বিরাট কোহলি ক্যারিবীয়দের ফলোঅনে আবারও ব্যাট করতে পাঠান। শুক্রবার দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৯৪ রান নিয়ে শেষ করে ওয়েস্ট ইন্ডিজ। আজ তৃতীয় দিনে আর মাত্র ৮৭ রান তুলতেই সবকয়টি উইকেট হারায় তারা। ১৮১ রানে অলআউট হয় অতিথিরা।
সফরকারিদের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান আসে রোস্টন চেজের ব্যাট থেকে। এছাড়া কেমো পল ৪৭ রান করেন। ভারতীয় বোলরদের মধ্যে অশ্বিন ৩৭ রান দিয়ে ৪ উইকেট নেন। এছাড়া মোহাম্মদ শামি ২টি ও উমেশ যাদব, জাদেজা ও কুলদীপ যাদব ১টি করে উইকেট নেন। ওয়েস্ট ইন্ডিজ অলআউটের পর বিরাট কোহলি ফলেঅনে ফেলে পুনরায় তাদের ব্যাট করতে পাঠান। ৪৬৮ রান পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ২৩ রানের উদ্বোধনী জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজ। পরে একমাত্র কাইরন পাওয়েল কিছুটা লড়াই করেন। দলের পক্ষে সর্বোচ্চ ৮৩ রান করেন এই ওপেনার। কিন্তু বাকিরা নুন্যতম সঙ্গও দিতে পারেননি। শেষ পর্যন্ত ১৯৬ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ভারতের হয়ে সবর্ােচ্চ ৫ উইকেট নেন কুলদ্বিপ যাদব।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here