কোলকাতা – দর্শনা – ঢাকা কন্টেইনারবাহী ট্রেনের যাত্রা শুরু

0
336

হাফিজুর রহমান কাজল,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ­চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা রেল­ওয়ে বন্দর দিয়ে রেলপথে কন্টেইনারের মাধ্যমে মালামাল আমদানী শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধা ৬ টায় কন্টেইনারবহনকারী ট্রেনটি দরশনা রেলবন্দরে প্রবেশ করে।
স্থানীয় সি এন্ড এফ এজেন্ট মোঃ রফিকুল ইস­লাম জানান- দর্শনা রে­লপথে কন্টেইনারে মালা­মাল আমদানীকারক পাবনা ঈশ্বরদীর মেসার্স আর আর পি এগ্রো ফার্ম। ভারতের মহারাষ্ট্রের রপ্তানীকারক প্রতিষ্ঠান শ্রীনিভাসা ফার্ম লিমিটেডের নিকট হতে ৬০টি কন্টেইনারে ১১৪২.­১৭ মেট্রিক টন সয়াবিন ভুষি আমদানী করে। দর­্শনা থেকে উক্ত কন্টে­ইনার কাস্টমস্ এবং রে­লওয়ের প্রয়োজনীয় আনুষ­্ঠানিকতা শেষে নেয়া হবে পশ্চিম রেলস্টেশনে। সেখান থেকে সড়ক পথে ঈশ্বরদী আমদানীকারকের হেফাজতে নেয়া হবে।
দর্শনা রেলবন্দর দিয়ে কন্টেইনারে মালামাল বহনের এই উদ্যোগ সফল হলে দর্শনা রেলবন্দরে যেমন প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে, তেমনি মানুষের কর্মসংস্থান বৃদ্ধি পাবে।
খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here