কোরিয়ান ইপিজেডে দুই বাসের সংঘর্ষে ৩ শ্রমিক নিহত, বাসে আগুন

0
441

খবর৭১:চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে পোশাক শ্রমিকদের পরিবহনকারী দুটি বাসের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। এদিকে দূর্ঘটনার পর শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করছেন। বিক্ষুব্ধ শ্রমিকরা একটি বাসে আগুন দিয়েছে।

শনিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির সদস্য মো. আলাউদ্দিন তিন শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে মো. ইকবাল (২৮) নামে একজনের পরিচয় জানা গেছে। তিনি লোহাগাড়া থানার মো. শামসুল ইসলামের ছেলে।

পুলিশ সদস্য আলাউদ্দিন জানান, আনোয়ারা কোরিয়ান ইপিজেডে পোশাক শ্রমিকদের পরিবহনকারী দুটি বাসের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কোরিয়ান ইপিজেডের ইয়ংওয়ান পোশাক কারখানার শ্রমিকরা গাড়ি থেকে নামার সময় অপর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকদের ওপর তুলে দিলে এ দূর্ঘটনা ঘটে।

এদিকে স্থানীয় সূত্র জানান, কোরিয়ান ইপিজেডের ইয়ংওয়ান পোশাক কারখানায় শ্রমিকদের বহনকারী গাড়িগুলো প্রবেশের সময় জ্যাকেট গেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

দূর্ঘটনার পর কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা একটি বাসে আগুন দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here