কোম্পানীগঞ্জে ৩দিনব্যাপী উন্নয়ন মেলা আজ থেকে শুরু

0
259

এম এ এইচ শাহীন,কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
”উন্নয়নের মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’ এই স্নোগানে সারাদেশের ন্যায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা ২০১৮। বৃহস্পতিবার (১১জানুয়ারি) সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করেন। এর আগে সকাল ৯টায় উন্নয়ন মেলা উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।র‌্যালী ও দ্বার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল লাইছ, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাছির, ভাইস চেয়ারম্যান সামছুল হক, কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)সফিকুর রহমান খাঁন,এম সাইফুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, শাহ গোলাম নবী,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াকুব আলী, পূর্ব ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান বাবুল মিয়া,পশ্চিম ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, উত্তর রণিখাই ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ফরিদ উদ্দিন,তেলিখাল ইউনিয়ন চেয়ারম্যান কাজী আলফু মিয়া, দক্ষিণ রণিখাই ইউনিয়ন চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রোকন, মানবাধিকার সভাপতি ছালেহ আহমদ,সহ উপজেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তা এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক এনজিও ব্যাক্তিবর্গ।উন্নয়ন মেলায় সরকারি-বেসরকারি, স্বেচ্ছাসেবী ও বিভিন্ন উন্নয়ন দফতরের ৪৪টি স্টল রয়েছে। স্টলগুলোতে সরকারের উন্নয়ন নিয়ে বিভিন্ন ব্যানার, ফেষ্টুন, ডকুমেন্টারী তথ্যচিত্র দেখানো হচ্ছে এবং তাৎক্ষণিক সেবা প্রদান করা হচ্ছে এবারের উন্নয়ন মেলা ১১ জানুয়ারী থেকে ১৩ জানুয়ারী পর্যন্ত চলবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানা গেছে।এছাড়াও প্রতিদিন থাকছে গান পরিবেশন আলোচনা সভা ও থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here