কোনো বাধাই আমরা মানব না: প্রধানমন্ত্রী

0
243

খবর ৭১: রাজধানীর চকবাজারে দাহ্য পদার্থের শোরুম থাকলেও কোনো গোডাউন থাকতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, ‘কারও ব্যবসা নষ্ট করতে চাই না। গোডাউনের জন্য আলাদা জায়গা করে দেওয়া হবে। যে যতো বাধাই দিক, পুরান ঢাকায় কোনো রাসায়নিক দাহ্য পদার্থের গুদাম থাকবে না।’
৭ মার্চ, বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘যে জিনিসটায় আগুন লাগতে পারে। এতবড় একটা ক্ষতি…. একবার নিমতলী হয়ে গেল। দ্বিতীয়বার আবার এই একটা ঘটনা। কতগুলি মানুষের জীবন চলে গেল। কাজেই এইখানে যে যত বাধাই দিক। কোনো বাধাই আমরা মানব না। আমরা কিন্তু সেটা নিয়ে যাব।’
তিনি বলেন, ‘এখানে তারা তাদের শোরুম রাখতে পারবে। যে পণ্য তারা উৎপাদন করবে তারা তা বিক্রি করতে পারবে। কিন্তু গোডাউনের জন্য আমরা সম্পূর্ণ আলাদা জায়গা করে দেব। যেখানে নিরাপদে দাহ্য পদার্থগুলি থাকতে পারে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু দিন আগে যে আগুনটা লাগল… এটা অত্যন্ত দুঃখজনক। কাজেই এখানে দাহ্য পদার্থ থাকতে পারবে না। তার জন্য আলাদা জায়গা আমরা খুঁজে দিচ্ছি।’
পুরান ঢাকার ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘তাদের ব্যবসা আমরা নষ্ট করতে চাই না। কিন্তু যেখানে বসতি সেখানে গোডাউন তারা রাখতে পারবে না।’
শপথ অনুষ্ঠানে নতুন মেয়র ও কাউন্সিলরদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে আপনারা তাদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন। আমি আশা করব, আপনাদের সেই দায়িত্ব, কর্তব্য শপথ অনুযায়ী পালন করবেন এবং মানুষের কল্যাণে কাজ করবেন।’
দক্ষিণ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের জন্য যেভাবে আবাসিক ফ্ল্যাটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে একইভাবে উত্তরের পরিচ্ছন্নতাকর্মীদের জন্যও করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন শেখ হাসিনা।
সিটি করপোরেশনগুলো যাতে নিজেদের অর্থে চলতে পারে- সে ব্যবস্থা করার ওপর গুরুত্ব আরোপ করে এ বিষয়ে চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর দৃষ্টান্ত দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘সব সময় সরকার করবে না। স্থানীয় সরকারের নিজেদেরও করতে হবে।’
চকবাজারের চুড়িহাট্টায় গত ২০ ফেব্রুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জনের প্রাণহাণির পর পুরান ঢাকা থেকে সব রাসায়নিকের গুদাম সরাতে সময় বেঁধে দেয় সরকার। এরপর চকবাজার, বকশীবাজারসহ বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি অভিযান চালাচ্ছে সিটি করপোরেশনের টাস্কফোর্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here