কোথায় হারাল ক্ষেতলালের জুয়েল!

0
275

 

মোঃ অালী হাসান: জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের
মিনিগাড়ী গ্রামের জুয়েল হোসেন (১৭)। চার মাস আগে চট্টগ্রামে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরের দিন মোবাইল ফোনে বাবাকে জানায়, সে চট্টগ্রাম পৌঁছেছে। এর পর থেকে সে নিখোঁজ। এ ঘটনায় জুয়েলের অসুস্থ বাবা খলিলুর রহমান গত ১ এপ্রিল ক্ষেতলাল
থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, হতদরিদ্র পরিবারের সন্তান জুয়েল তিন ভাইয়ের মধ্যে দ্বিতীয়। পঞ্চম শ্রেণি উত্তীর্ণ জুয়েল অন্যের বাড়িতে দিনমজুরি করত। গত
বছরের ২৬ ডিসেম্বর কাজের জন্য চট্টগ্রামের উদ্দেশে বাড়ি থেকে বের হয় জুয়েল। এ সময় তার সঙ্গে ছিল একই
গ্রামের রেজা ও ইমরান হোসেন। ২৭ ডিসেম্বর জুয়েল ফোনে তার বাবাকে জানায় তারা চট্টগ্রাম পৌঁছেছে। ৩০ জানুয়ারি চট্টগ্রাম থেকে বাড়িতে রওনা হয়। এই দিন জুয়েলের সঙ্গে থাকা বগুড়ার দুপচাঁচিয়ার জলমটায় গ্রামের দুখু মিয়া তার বড় ভাই হানিফ হোসেনকে মোবাইল ফোনে জানায়, জুয়েলসহ তারা ট্রেনযোগে
বাড়ি ফিরছে। কিন্তু ফেনীতে একটি স্টেশনে নেমে জুয়েল আর ফেরেনি।
মিনিগাড়ী গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ও প্রতিবেশী হেলাল উদ্দিন বলেন, ‘জুয়েলকে তার পরিবারের লোকজন সঙ্গে নিয়ে অনেক খুঁজেছি। তার বাবা অসুস্থ। ছেলে নিখোঁজের পর থেকে শয্যাশায়ী।’
বাবা খলিলুর রহমান বলেন, ‘ছেলেকে অনেক খুঁজেছি। কিন্তু কেউ সন্ধান দিতে পারছে না।’ ক্ষেতলাল থানার ওসি আকরাম হোসেন বলেন, ‘বিষয়টি থানায় জিডি হওয়ার পর জেনেছি। আমরাও খুঁজছি। সন্ধান পাওয়ামাত্র পরিবারের কাছে তাকে পৌঁছে দেওয়া হবে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here