কোটা সংস্কার আন্দোলনের নেতাকে মারধর

0
699

খবর৭১: কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক সোহেল হোসেনকে মারধর করেছে দুবৃত্তরা।

আহত সোহেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি বর্তমানে আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

একই বিভাগে অধ্যয়নরত সোহেলের বন্ধু মারধরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা দুজন পরীক্ষা শেষ করে বের হচ্ছিলাম। বিশ্ববিদ্যালয়ের গেটে আসলে দশ বারোজনের একটি দল কথা বলার জন্য সোহেলকে ছাত্র শিক্ষক কেন্দ্রের পাশে নিয়ে যায়। সোহেল প্রথমে যেতে চাইছিলো না। পরে তারা জোর করে নিয়ে যায়। একপর্যায়ে বেধড়ক মারধর করে।’

তিনি আরও বলেন, ‘পিঠের ক্ষত দেখে মনে হচ্ছে তাকে রড ও লাঠি ব্যবহার করে মারা হয়েছে। ঠোঁটে দুটি সেলাই লেগেছে।’

এ বিষয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান সোহগ বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। সোহেল শুরু থেকে আন্দোলনের সাথে ছিল। আমদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কয়েকজন তাকে দেখতে গিয়েছে। কমিটির পক্ষ থেকে আমরা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here