কোটা সংস্কারের বিষয়টি জটিল: মন্ত্রিপরিষদ সচিব

0
222

খবর ৭১: ‘আসলে বিষয়টা আপনারা যতটা সহজভাবে বিশ্লেষণ করছেন, বিষয়টি এত সহজ নয়, জটিল আছে। অনেক বিচার-বিশ্লেষণ করে সিদ্ধান্ত আসবে। এরপর আমরা পরবর্তী পদক্ষেপ নেব।’
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রীসভার নিয়মিত বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রী পরিষদ সচিব মোঃ শফিউল আলম কোটা সংস্কার ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তবে, মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে কোটার বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। মোঃ শফিউল আলম বলেন, এটা সরকারের উর্ধ্বতন পর্যায়ে সক্রিয় বিবেচনাধীন আছে। আমাদের নিচের লেভেলে এখনও ট্রাসমিটেড হয়নি।
কার্যক্রম শেষ হবার বিষয়ে নির্দিষ্ট সময়সীমা দেয়া যায় কি না-একজন সাংবাদিকের করা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের পক্ষে অনুমান করা কঠিন, এটা সময় সাপেক্ষ ব্যাপার।
কোটা সংস্কার নিয়ে গঠিত কমিটি এখনও কাজ শুরু করেছে কি না-আরেকজন সাংবাদিকের করা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিটি আনুষ্ঠানিকভাবে এখনও কাজ শুরু করেনি। তবে শুরু হয়ে যাবে বলে আশা করছি।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here