কোটা সংস্কারের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন

0
230

খবর৭১:সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারে সরকার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে মানববন্ধন পালনের কর্মসূচি দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মলনে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান।

এ সময় রাশেদ খান বলেন, আগামীকাল বুধবার বেলা ১১টায় দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে মানববন্ধন করা হবে।

গতকাল সোমবার সরকারি চাকরিতে কোটা প্রথার সংস্কারের বিষয়ে সরকারের প্রজ্ঞাপন জারির শেষ দিন ছিল। কিন্তু কোটা প্রথার সংস্কারের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ না নেওয়ায় হতাশ হয়েছেন আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। তাই এর প্রতিবাদে আজ এই কর্মসূচির ঘোষণা এলো।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here