কোটা সংস্কারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

0
357

নাইমুল হাসান কৌশিক ,জাবি প্রতিনিধিঃকোটা সংস্কার আন্দোলনে গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের নিঃশর্তে মুক্তি, আন্দোলনকারীদের ওপর হামলাকারীদের বিচার ও অবিলম্বে কোটা সংস্কারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১১টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান, পদার্থ বিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এ মানববন্ধন পালন করে।
এর মধ্যে নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অমর একুশের সামনে এক ঘন্টা অবস্থান কর্মসূচী পালন করে। তাদের এ কর্মসূচির সাথে সংহতি জানিয়েছেন বিভাগের শিক্ষাকবৃন্দ। এছাড়া জাবিতে সর্বমোট ১৩ টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছে বলে খবর পাওয়া গেছে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here