কোটা প্রথার বিলুপ্তির প্রজ্ঞাপন চেয়ে সকল কলেজ-বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত

0
392

খবর৭১:সরকারি চাকরিতে কোটা প্রথার বিলুপ্তির প্রজ্ঞাপন চেয়ে দেশের সকল কলেজ-বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনকারীরা। পবিত্র রমজান মাস ও সেশনজট বিবেচনায় রেখে এ ঘোষণা দেওয়া হয়।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কোটা আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন।

কোটা আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন এ সময় বলেন, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত ক্লাস বর্জন কর্মসূচি আগের মতো চলমান থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন  কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, নুরুল হক নুর, ফারুক হোসেন।

এর আগে গত সোমবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে ক্লাস বর্জন করে এ ধর্মঘট পালন করছে শিক্ষার্থীরা।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here