কোটা নিয়ে প্রতিবেদন দিতে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে কমিটি

0
252

খবর ৭১: সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। আজ সোমবার (২ জুলাই) এ কমিটি করা হয়।

সাত সদস্যের এ কমিটি কোটা ব্যবস্থা বাতিল বা সংস্কার বা পর্যালোচনার বিষয়ে সুপারিশ করবে। এর আগে গত ২৮ জুন অর্থবিল পাসের সময় মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে কমিটি করার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে গত ১১ এপ্রিল জাতীয় সংসদে এ ব্যবস্থা বাতিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ওই সময় পরপর তিন দিন রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে সড়কে অবস্থান নিলে অচলাবস্থা দেখা দেয়। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বানে এ কর্মসূচি চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলা ও সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার ঘটনাও ঘটে। এরপর প্রধানমন্ত্রী ওই ঘোষণা দেন।

তবে তিন মাসেও এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি না হওয়ায় কয়েকদিন ধরে ফের কর্মসূচি গ্রহণের চেষ্টা করছিলেন আন্দোলনকারীরা। গতকাল রবিবার দুপুরে ঢাবি এলাকায় সংবাদ সম্মেলন ডাকলেও ছাত্রলীগের অবস্থানের কারণে তারা সংগঠিত হতে পারেননি। বিকালে শাহবাগে আন্দোলনকারী সন্দেহে কয়েকজন মারধরের অভিযোগ ওঠে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here