কোটাসংষ্কারের দাবিতে উত্তাল নোবিপ্রবি

0
353

ছাফওয়ান নাঈম, নোবিপ্রবি প্রতিনিধি:

কেন্দ্র নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের মত ধারাবাহিকভাবে নোবিপ্রবিতেও কোটা সংষ্কার বিরোধী আন্দোলন চলছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে কোটা সংষ্কার বিরোধী আন্দোলনকারীদের সাথে মাঠে উপস্থিত থেকে আন্দোলনের প্রতি একাত্মতা পোষন করছেন।

চারকী না হয় গুলি কর, বেকারত্ব দুর কর। সোনার বাংলা সোনার দেশ, কোটা প্রথা করলো শেষ ইত্যাদি শ্লোগান দিয়ে সমতালে আন্দোলন চলছে।
নোবিপ্রবির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমে বিভিন্ন শ্লোগান আর বক্তব্যের মধ্য দিয়ে চলছে কোটা সংস্কার বিরোধী আন্দোলন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here