কোটালীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ঘরে হামলা-ভাংচুর, মহিলাসহ আহত-১০

0
266

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাংচুর করেছে প্রতিপক্ষ। এ সময় হামলাকারীদের বাঁধা দিতে গিয়ে মহিলাসহ ১০ জন আহত হয়। এ ঘটনায় ভুক্তভোগী ওই পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মামলার দুই জন আসামীকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। জানাগেছে, উপজেলার টুটাপাড়া গ্রামের জোনাবালী হাওলাদারের ছেলে কাবুল হাওলাদার (২৫) বাড়ির পাশের মাঠে গরু গোছর দেয়। এ সময় পার্শ্ববর্তী টিহাটী গ্রামের জাফর শেখ (৬০) ওই স্থান থেকে কাবুল হাওলাদারের গরু ছেড়ে দিয়ে নিজের গরু গোছর দেয়। এ নিয়ে উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। বিষয়টি জাফর শেখ তার বাড়িতে গিয়ে জানালে ঘটনার দিন সন্ধ্যায় জাফর শেখের চাচাতো ভাই সালাম শেখের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল লাঠি সোটা-নিয়ে কাবুল হাওলাদারের বাড়িতে হামলা চালায়। এ সময় তাদের বাঁধা দিতে গিয়ে মহিলাসহ ১০ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত কাবুল হাওলাদার(২৫) ও রিজিয়া বেগম(৩৫)কে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পর কাবুল হাওলাদার বাদী হয়ে সালাম শেখসহ ১১জনকে আসামী করে কোটালীপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরে বৃহস্পতিবার গভীর রাতে টিহাটী গ্রামে পুলিশ অভিযান চালিয়ে দুই জন আসামীকে গ্রেপ্তার করে। মামলার বাদী কাবুল হাওলাদার বলেন, একটি তুচ্ছ ঘটনায় সালাম শেখ লোকজন নিয়ে আমার বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে। অপরদিকে দুই জন আসামীকে গ্রেপ্তারের পর বাকী আসামীরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এস আই শাহাদাৎ হোসেন বলেন, নাঈম শেখ(২৫) ও ওমর শেখ(৪০) নামে দুই জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here