কে হচ্ছেন নতুন সরকারের অর্থমন্ত্রী

0
236

খবর৭১:আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট প্রার্থীরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছে। আগামী সপ্তাহে নতুন নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন।
এদিকে রাজনীতি থেকে অবসর নেয়ায় এবার নির্বাচনে অংশ নেননি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাই নতুন সরকারের অর্থমন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে সর্বস্তরের মানুষের মাঝে আগ্রহ দেখা দিয়েছে।

তবে অর্থমন্ত্রী হিসেবে সম্ভাব্য যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি নবনির্বাচিত সংসদ সদস্য ড. আবদুল মোমেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাসউদ্দিন, বর্তমান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান উল্লেখযোগ্য।

অন্যদিকে আবুল মাল আবদুল মুহিতকেও এই তালিকা থেকে বাদ দেয়ার কোনো সুযোগ নেই। কারণ টেকনোক্র্যাট কোটায় তিনি এই পদে আবারও আসতে পারেন।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here