কেরানীগঞ্জে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১৩

0
839
কেরানীগঞ্জে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ১৩

খবর৭১ঃ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা ১৩–তে পৌঁছেছে। তাদের মধ্য একজন ঘটনাস্থলে আর ১২ জন হাসপাতালে মারা গেছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, দগ্ধ আরও ২১ জন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি আছেন। তাদের অবস্থা ভালো নয়।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ লোকজনের মৃত্যু ঘটে। নিহতদের মধ্যে যাদের পরিচয় জানা গেছে তারা হলেন, ওই কারখানার কর্মী ইমরান (১৮), বাবুল (৩২), আলম হোসেন, রায়হান (১৬), জিয়াউল ইসলাম, খালেক, সালাউদ্দিন (৩২), মো. সুজন, জাহাঙ্গীর (৫৫), মেহেদী (২০) ও আব্দুর রাজ্জাক (৪৫)। বুধবার ফায়ার সার্ভিসের কর্মীরা জাকির হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছিল।

উল্লেখ্য, বুধবার (১১ ডিসেম্বর) বিকালে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here