‘কেমিক্যাল নয়, গাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত’

0
239

খবর ৭১ঃ গাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। সেখানে দেখা গেছে গাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভবন ওয়াহেদ ম্যানশনের বেজমেন্ট থেকে কেমিক্যাল গোডাউন অপসারণে এসে সাংবাদিকদের একথা জানান মেয়র।

তিনি বলেন, অগ্নিকাণ্ডের সূত্রপাতের সময়ের ভিডিও ফুটেজ পাওয়া গেছে। পুলিশের একটি বিশ্বস্ত সূত্র আমাকে জানিয়েছেন, একটি গাড়ির সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয়। ওই গাড়ির সিলিন্ডার থেকে পাশের আরেকটি গাড়ির সিলিন্ডারে প্রথমে আগুন লাগে। এরপর মুহূর্তের মধ্যেই ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে।

মেয়র আরও বলেন, এলাকায় যেসব বাড়িতে রাসায়নিকের গুদাম আছে, তা দ্রুত সরিয়ে নিতে হবে। কোনও বাড়িতে রাসায়নিকের গুদাম পাওয়া গেলে সেই বাড়ির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুরান ঢাকার চকবাজারের এ ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৬৭ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকেই।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৬৭ জনের মৃত্যু হয় এবং আরও অনেকেই আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। ধারণা করা হচ্ছিলো চকবাজারের কেমিক্যাল গোডাউন থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here