কেন জাতীয় সংগীত গাননি সাকিব-তামিমরা?

0
424

খবর ৭১: বাংলাদেশ-আফগানিস্তানের টি-টোয়েন্টি ম্যাচ দেখতে টেলিভিশনের সামনে বসে পড়েছেন দর্শক। নিয়ম অনুযায়ী ম্যাচ শুরুর আগে দুই দলের জাতীয় সঙ্গীত গাওয়ার পর্ব শুরু হলো। কিন্তু আসল ঘটলো সেখানেই। বাংলাদেশের জাতীয় সঙ্গীত চলছে, কিন্তু সাকিব-তামিমরা কেউ গাচ্ছেন না। সবার মধ্যে বেখেয়ালি মনোভাব দেখা গেছে।
গত রোববার দেরাদুনের এই চিত্র সবার মনে প্রশ্ন জন্ম দেয়। মাঠে ঠিকঠাক জাতীয় সঙ্গীত বেজেছিল না কিনা এমন প্রশ্নও ছিল অনেকের। না হলে টাইগাররা জাতীয় সঙ্গীত গাইবেন না কেন? আসল ঘটনাটি গতকাল সোমবার ভক্তদের নিজেই জানালেন তামিম ইকবাল।
তামিম ইকবাল সোমবার সন্ধ্যায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘কিছু দর্শক রোববার টেলিভিশনে প্রথম টি-টুয়েন্টি ম্যাচের জাতীয় সঙ্গীত বাজার সময় বাংলাদেশের খেলোয়াড়দের বিভ্রান্ত মুখ দেখে ভুল বুঝতে পারেন। ঘটনাটা হলো- আফগানিস্তানের জাতীয় সঙ্গীত শোনা গেলেও বাংলাদেশের জাতীয় সঙ্গীত মাঠে শোনা যায়নি। খেলোয়াড়রা তখন সেটি বাজার অপেক্ষায় ছিল। মজার ব্যাপার, টিভি দর্শকরা জাতীয় সঙ্গীত শুনলেও আমরা বাংলাদেশের খেলোয়াড়রা জাতীয় সঙ্গীত শুনতে পাইনি।’
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here