কেনিয়ায় হোটেল জঙ্গি হামলায় অন্তত ১১ জন নিহত

0
319

খবর৭১:কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি বিলাসবহুল হোটেল জঙ্গি হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ জন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএন এ খবর প্রকাশ করেছ।

খবরে বলা হয়, হোটেলটির নিরাপত্তার দায়িত্বে থাকা একটি সূত্র জানিয়েছে, জঙ্গি হামলার ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে হোটেলটির পাশে নদীর ধারের ফুটপাতে ৬টি মৃতদেহ এবং ৫টি মৃতদেহ হোটেলের গোপন বাগানে দেখা গেছে। আহত আরো অনেককে হাসপাতালে নেওয়া হয়েছে।

কেনিয়ার পুলিশ প্রধান জোসেফ বোইনেট জানিয়েছেন, বন্দুকধারীরা হোটেলের লবিতে ঢোকার আগে কার পার্কিং এলাকার যানবাহনে বোমা ছুড়ে মারে। সেখানে একজন আত্মঘাতীও বোমার বিস্ফোরণ ঘটায়। হামলার পরপরই সরকারি বাহিনী সেখানে অবস্থান নেয়।

দেশটির ‍পুলিশের মুখপাত্র আরো জানান, আমরা গোলাগুলির খবর পেয়েছি। ইতোমধ্যে আমাদের একাধিক দল পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাদের সহায়তা করছে সিআইডি। এছাড়া সন্ত্রাসী হামলার সর্বোচ্চ সম্ভাবনা বিবেচনা করছি আমরা। সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে।

সেনাবাহিনীর সশস্ত্র দল এবং অন্যান্য বাহিনীর সশস্ত্র সদস্যরা হোটেল প্রাঙ্গণে প্রবেশ করেছে। তারা প্রাণ নিয়ে ছুটতে থাকা হতভম্ব কর্মীদের ঘিরে ধরে নিরাপদ আশ্রয়ে নিয়েছেন এবং তা অব্যহত আছে।

সোমালিয়ার ইসলামপন্থি জঙ্গিদল আল-শাবাব হামলার দায় স্বীকার করেছে।

নাইরোবির পশ্চিমাঞ্চলে অবস্থিত ওই হোটেলের নাম দুসিত হোটেল। কেনিয়া পুলিশ জানায়, হোটেলের নিকটবর্তী সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here