কূটনীতিকরা কোড অব কন্ডাক্ট না মানলে চলে যেতে বলবো’

0
574
কূটনীতিকরা কোড অব কন্ডাক্ট না মানলে চলে যেতে বলবো’

খবর৭১ঃ
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে সম্প্রতি বিদেশি কূটনীতিকরা ব্রিটিশ হাইকমিশনে মিলিত হয়েছেন। সিটি করপোরেশন নির্বাচন ঘিরে বিদেশি কূটনীতিকদের এ ধরণের আচরণ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, কূটনীতিকরা নিজেদের কাজ বাদ দিয়ে আমাদের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলাচ্ছেন, এটা উচিত নয়। ডিপ্লোম্যাটরা কোড অব কন্ডাক্ট মেনে কাজ করবেন বলে আমরা আশা করি।

বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ উন্নয়ন ফোরাম-২০২০’-এর সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। কূটনীতিকদের এ ধরণের তৎপরতায় কী করবেন, এমন প্রশ্ন করা হলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা কোড অব কান্ডাক্ট মানবেন না, তাদের বলবো দেশ থেকে চলে যান।

ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন কতোটা সুষ্ঠু হবে এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে মন্ত্রী বলেন, এ নির্বাচন হবে আদর্শ নির্বাচন। এ বিষয়ে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এই নির্বাচন অত্যন্ত স্বচ্ছ হবে। সম্প্রতি করোনা ভাইরাস ইস্যুতে চীনে আটকেপড়া বাংলাদেশি নাগরিকদের সর্বশেষ অবস্থা জানতে চাইলে মন্ত্রী বলেন, চীন সরকার যখন তাদের অনুমতি দেবে তারা তখন দেশে আসবেন। এখন পর্যন্ত আমাদের হিসাবে ৩৭০ জন নাগরিক দেশে আসার জন্য তালিকাভুক্ত হয়েছেন। তাদের সংখ্যা বাড়তে পারে। তাদের আলাদাভাবে রাখতে হাসপাতালে বিশেষ আয়োজন করেছি। আনার পরে দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রীর। তবে আনন্দের বিষয় আমাদের কেউ আক্রান্ত হননি।

মন্ত্রী জানান, আমাদের ১৫ নাগরিক আসবেন না। তাদের বক্তব্য, তারা দেশে ফিরলে যদি করোনা ভাইরাসে অসুস্থ হয়ে যান, তবে দেশের ক্ষতি। চীনের সাথে যাতায়াত বন্ধ করা হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সেরকম কোন পরিকল্পনা নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here