কুয়েত থেকে ক্ষেপণাস্ত্র সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

0
253

খবর৭১ঃযুক্তরাষ্ট্র কুয়েতে মোতায়েনকৃত দুটি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। কেন এ ব্যবস্থা প্রত্যাহার করা হচ্ছে সে সম্পর্কে পেন্টাগন কথা বলতে না চাইলেও কুয়েত মার্কিন পদক্ষেপকে ‘রুটিন ওয়ার্ক’ বলে দাবি করেছে।

সৌদি গণমাধ্যম ‘আরব নিউজ’ এর খবরে বলা হয়েছে, কুয়েতের সেনাবাহিনীর সঙ্গে আলাচনা করে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ব্যাটারি প্রত্যাহার করা হয়েছে।

কুয়েতের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মাদ আল-খুদেরে বলেন, কুয়েতের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিজেই স্বাধীনভাবে দেশের পুরো সীমান্ত রক্ষা করছে।

ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ সব ধরনের বিমান হামলার ঝুঁকি মোকাবেলার জন্য পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করা হয়।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here