কুয়েতে ফিলিপাইনের কর্মী পাঠানোর ওপর স্থায়ী নিষেধাজ্ঞা

0
605
Philippine President Rodrigo Duterte (C) speaks to members of the Philippine community during a gathering in Singapore on April 28, 2018. President Duterte is in Singapore to attend the ASEAN Summit meeting on April 28. / AFP PHOTO / NICHOLAS YEO

খবর ৭১:কুয়েতে ফিলিপাইনের কর্মী পাঠানোর ওপর রোববার স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।

এর আগে এক গৃহকর্মীকে হত্যার পরে ফ্রিজে রাখার ঘটনায় গত ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে কর্মী পাঠানোর ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।- খবর এএফপির।

এ ঘটনাকে কেন্দ্র করে গত সপ্তাহে কুয়েত কর্তৃপক্ষ ম্যানিলার কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিলে সংকট আরও ঘনীভূত হয়।

কুয়েতে অবস্থিত ফিলিপাইন দূতাবাসের এক কর্মকর্তা দেশটিতে নির্যাতনের শিকার হওয়া ফিলিপিনো কর্মীদের পালাতে সহায়তার ভিডিওচিত্র প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে এ বহিষ্কার আদেশ দেয়া হয়।

দুই দেশের মধ্যে শ্রম চুক্তির ফলে অস্থায়ী নিষেধাজ্ঞাটি তুলে নেয়ার ক্ষেত্র তৈরি হয়েছিল। কিন্তু সম্প্রতি উত্তেজনা বেড়ে যাওয়ায় নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করে নেয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়লো।

কুয়েতে প্রায় দুই লাখ ৬২ হাজার ফিলিপিনো কর্মী রয়েছে। এদের প্রায় ৬০ শতাংশ গৃহকর্মী।

খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here