কুড়িগ্রাম- ৩ আসনে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি সহ ৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

0
411

আরিফুল ইসলাম সুজন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম-৩ উলিপুর সংসদীয় আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাতীয় পার্টি জেপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের সমাজতান্ত্রিকদল সহ বিভিন্ন রাজনৈতিক দলের ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বুধবার বিকাল ৫ টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোঃ আব্দুল কাদের ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হকের কাছে মনোনয়ন পত্র জমা দেন তারা। মনোনয়নপত্র দাখিল করা প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির অধ্যাপক ডাঃ আক্কাছ আলী সরকার এমপি, আওয়ামী লীগের অধ্যাপক এমএ মতিন, জেলা বিএনপি’র সভাপতি তাসভীর উল ইসলামের পক্ষে উপজেলা বিএনপি‘র উপদেষ্টা মহিউল ইসলাম হক্কানী ও বিএনপি’র অপরপ্রার্থী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি আব্দুল খালেক, বাসদের সাঈদ আখতার আমিন, জাতীয় পার্টি জেপি’র প্রকৌশলী মঞ্জুরুল হক, কৃষক শ্রমিক জনতা লীগের হাবিবুর রহমান মনোনয়ন পত্র দাখিল করেন। এর আগে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সিপিবি’র কমরেড দেলওয়ার হোসেন, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আলহাজ্ব গোলাম মোস্তফা মনোনয়নয়পত্র দাখিল করেন। উল্লেখ্য, উলিপুর উপজেলার ১৩ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা নিয়ে কুড়িগ্রাম-৩ আসন গঠিত । এ আসনে ১৪১ টি কেন্দ্রে ৩ লাখ ২৭ হাজার ৯১ জন আগামি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৭ হাজার ৭‘শ ৩৭ ও মহিলা ১ লাখ ৫৫ হাজার ২‘শ ৭৬ জন। সর্বশেষ ২০১৮ সালে ৩০ হাজার ৩‘শ ১৩ জন নুতুন ভোটার তালিকাভূক্ত হয়েছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here