কুড়িগ্রাম-লালমনিরহাটে ‘আলোর ফেরীওয়ালা’ নামে ভ্রাম্যমান বিদ্যুৎ সংযোগ টিম

0
334

কুড়িগ্রাম প্রতিনিধি :

‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ এ প্রতিপাদ্যে শতভাগ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি ‘‘আলোর ফেরীওয়ালা’’ নামে ভ্রাম্যমান বিদ্যুৎ সংযোগের উদ্যোগ হাতে নিয়েছে। আলোর ফেরীওয়ালা নামে টিমটি গত কয়েকদিন ধরে জেলার প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে তাৎক্ষনিক গ্রাহকদের সাথে কথা বলে কাগজপত্র ঠিক করে মিটার লাগিয়ে বিদ্যুৎ সংযোগ চালু করে দিচ্ছে।
গতকাল সকালে জেলার রাজারহাট উপজেলার ঘরিয়াল ডাঙ্গা ইউনিয়নে কয়েকটি বাড়ীতে বিদ্যুত সংযোগকালে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুত সমিতির জিএম স্বদেশ কুমার ঘোষ বলেন, শতভাগ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে আমাদের আলোর ফেরীওয়ালা নামে ভ্রাম্যমান টিমটি কাজ শুরু করেছে।
এজিএম বাজলুল কামাল বলেন, কোন প্রকার হয়রানি ছাড়া তাৎক্ষনিক বিদ্যুৎ সংযোগ পেয়ে গ্রাহকরা অত্যান্ত খুশী। এছাড়াও উপস্থিত ছিলেন এজিএম প্রশাসন- তাহমিদুর রহমান, সদস্য সেবা- গোলাম মনিরুজ্জামান, ডিজিএম কারীগরি- রথিন্দ্রনাথ বর্মন প্রমুখ।
গ্রাহকরা বলেন, কোথাও না গিয়ে বাড়িতে বসেই বিদ্যুৎ সংযোগ পাচ্ছি। আমরা এতে খুব আনন্দিত। সরকারের এ উদ্যোগ খুবই ভালো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here