কুড়িগ্রামে শষ্য কর্তন দিবস পালন

0
298

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে বোরো মৌসুমে ব্রিধান-২৮ কাটা উপলক্ষে শষ্য কর্তন দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের জোতগোবর্ধন গ্রামে শষ্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন। এছাড়াও অন্যান্যের মধ্যে ছিলেন সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক ড. মোস্তাফিজুর রহমান, সদর ইউএনও আমিন আল পারভেজ, সদর উপজেলা কৃষি অফিসার মো: কামরুজ্জামান, কাঁঠালবাড়ী ইউপি চেয়ারম্যান রেদওয়ানুল হক দুলাল প্রমুখ।
এবারে কুড়িগ্রাম সদর উপজেলায় বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৩ হাজার ৭৪৮ হেক্টর। অর্জিতমাত্রা ১৪ হাজার ১৮৫ হেক্টর। এ পর্যন্ত কৃষক পর্যায়ে কর্তন হয়েছে ১ হাজার ১শ’ হেক্টর জমিতে। শষ্য কর্তন অনুষ্ঠানে ওই গ্রামের কৃষক হামিদুর রহমানের জমিতে ৩০ শতক ধান কর্তন করা হয়। এতে গড় উৎপাদন পাওয়া গেছে হেক্টরে প্রায় ৫ টন।
#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here