কুড়িগ্রামে যথাসময়ে পরীবিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

0
528

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে জেলা প্রশাসনের আয়োজনে যথাসময়ে পরীবিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফ’র এলসিবিসিই প্রকল্পের উদ্যোগে সোমবার দুপুরে জেলা প্রশাসন হলরুমে কর্মশালার আয়োজন করা হয়। জেলা প্রশাসক মোছা: সুলতানা পারভীন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ডিডিএলজি রফিকুল ইসলাম সেলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলাম, পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার আব্দুল কাদের কাজী, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক এনামুল হক, সদর ইউএনও আমিন আল পারভেজ, ফুলবাড়ী ইউএনও দেবেন্দ্রনাথ উঁরাও, ইউনিসেফ’র কুড়িগ্রাম জেলা সমন্বয় কর্মকর্তা নুশরাত জাহান প্রমুখ।
কর্মশালায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে বাল্যবিবাহ, জন্মনিবন্ধন, গর্ভবতী মায়েদের পরিচর্যাসহ ১৩টি সেক্টরে কুড়িগ্রাম জেলার অবস্থান সম্পর্কে ২০১৫ সালের সরকারি পরিসংখ্যান বিষয়ক তথ্যাদি উপস্থাপন করেন রংপুর ইউনিসেফ’র প্লানিং এন্ড মনিটরিং অফিসার সোনিয়া পারভীন।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here